Skip to main content

‘দেশীয় প্রযোজনার ছবিতে মনোযোগ দিয়েছেন শাকিব খান’

মহিব আল হাসান: দীর্ঘ সময় পর দেশসেরা নায়ক শাকিব খান দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের দিকে বেশ মনোযোগ দিয়েছেন। দেশীয় সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এরই ধারাবাহিকতায় শাকিব খান নতুন একটি ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম ‘শাহেনশাহ’। এই ছবির মাধ্যমে প্রথমবার একসাথে জুটি বেঁধেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। নতুন মুখ হিসেবে থাকছেন রাদেলা জান্নাত। ছবিটির শুটিং এফডিসিতে শুরু হয়েছে। পরিচালক বলছেন ছবিটির মাধ্যমে শাকিব খান হবেন এ দেশের সত্যিকারের ‘শাহেনশাহ’। পরিচালক শামীম আহমেদ রনী বলেন, ছবিটির কাজ অনেক আগেই করার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে আমরা ছবিটির কাজ টানা করে শেষ করে ফেলব। নতুন মুখ রোদেলা জান্নাতকে নেয়ার কারণ হিসেবে শামীম আহমেদ রনী বলেন, আমি একসময় ভেবেছিলাম কলকাতা থেকে অভিনেত্রী নির্বাচন করব। কিন্তু শাকিব খান আমাকে বললেন যে কলকাতা থেকে অভিনেত্রী না নিয়ে দেশ থেকেই নাও। আমাদের দেশে তো অভিনেত্রীর অভাব নেই। নতুনদের সুযোগ দাও। ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘এই ছবিটির গল্প ভিন্ন টাইপের যা একদম মৌলিক। গল্পটি এখন বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই আমরা ছবিতে বেশকিছু পয়েন্ট রেখেছি যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে। আর এই ছবিতে সব যুগের অভিনয় শিল্পীরা কাজ করবেন। প্রসঙ্গত এর আগে থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং হলেও শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবির পরবর্তী পর্যায়ে শুটিং শুরু নিয়ে শঙ্কা ছিল।