শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে পরিবহন ধর্মঘট অবরোধে লোকসান আতঙ্কে কপি চাষিরা

আনোয়ার হোসেন জীবন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে কপি চাষিরা পরিবহন ধর্মঘট অবরোধের আশংকায় লোকসানের আতঙ্কে আছেন। অধিক লাভের আশায় আগাম জাতের কপি চাষ করেছেন তারা। এখন মনের আশা পুরন হচ্ছেনা। দেশের বর্তমান রাজনৈতিক, শ্রমিকসহ বিভিন্নভাবে ডাকা অবরোধে আশংকায় রয়েছেন সব্জি চাষের কৃষক।

চলতি বছর প্রায় ৫৫০ হেক্টর জমিতে কপির চাষ করা হয়েছে যা গত বছরের তুলনায় ৫০ হেক্টর বেশি। হোয়াইট মার্বেল, নিনজা, কাপ্টেনসহ বিভিন্ন উন্নত জাতের কপির চাষ করা হচ্ছে যা খুবই লাভজনক।

উপজেলার রাউৎনগর ভবানিডাঙ্গী এলাকায় কয়েক হাজার বিঘা জমিতে কপির চাষ করা হয়েছে। সরজমিনে গিয়ে কপি চাষি আঃ রহিম জানান, এক বিঘা জমি বর্গা নিয়ে আগাম জাতের কপি চাষ করেছি। তাতে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রায় ৪০ হাজার টাকার কপি তিনি বিক্রী করেছেন। তিনি আরো প্রায় ৪০ হাজার টাকার কপি জমিতে আছে। কিন্তু আশংকা করছেন চলমান হরতাল অবরোধের কারনে ফডিয়ারা কপি না কেনার কারনে চাষিরা বড় ধরনের ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

এদিকে একই এলাকার আনারুল জানান অন্য কথা, তিনি মানুষের আড়াই বিঘা জমি বর্গা নিয়ে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে কপি চাষ করেছেন। আশা করছিলেন দুই লক্ষাধিক টাকার কপি বিক্রী করবেন। কিন্তু পরিবহন ধর্মঘটের কারনে ফডিয়ারা কপি না কেনায় তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এভাবে হরতহাল অবরোধ চলতে থাকলে লাভ তো দুরের কথা পুঁজি উঠানো কষ্ট হয়ে যাবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, আগাম জাতের কপি চাষ করে কৃষক বেশি লাভবান হচ্ছেন। যার ফলে গত বছরের তুলনায় চলতি মৌসুমে ৫০ হেক্টর বেশি জমিতে কপির চাষ হয়েছে। কৃষি ও কৃষক দেশের মুল চালিকা শক্তি। কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রেখে দেশে কোন ধরনের পরিবহন ধর্মঘট অবরোধ না হওয়ার অনুরোধ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়