শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৬:০৬ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা: চিকিৎসক ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক : ঢাকার আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে সাম্প্রতিক হামলার প্রতিবাদে ৫০১ জন চিকিৎসক এবং শত নাগরিকের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। গতকাল রোববার (২৮অক্টবর) পৃথক দুটি বিবৃতিতে তাঁরা গত কয়েক দিনে গণস্বাস্থ্য কেন্দ্রে হামলার নিন্দা ও এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

৫০১ জন চিকিৎসকের পাঠানো বিবৃতিতে বলা হয়, চলমান রাজনৈতিক সংকট সমাধানে ও গণতন্ত্র পুনরুদ্ধারে মুখ্য ভূমিকা পালনকারী মুক্তিযোদ্ধা ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে গত শনিবার (২৭অক্টবর) সকালে কতিপয় সন্ত্রাসী গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে লুটপাট ও ছাত্রীদের ওপর বর্বর হামলা চালায়। জনবিচ্ছিন্ন সরকার ভোটের আগমুহূর্তে ভীত-সন্ত্রস্ত হয়ে প্রতিপক্ষকে দমনের অংশ হিসেবে এই নির্মম হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রীদের ওপর এই হামলা নারীর অধিকারের চরম লঙ্ঘন। হামলা-পরবর্তী সময়ে সরকারের নীরবতাই প্রমাণ করে, তাদের মদদেই এই বর্বরতা।’

চিকিৎসকদের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এই হামলাসহ দেশের জনগণের সব মৌলিক অধিকারের বিষয়ে দেশের চিকিৎসক সমাজসহ সমগ্র জাতি আজ চরম উদ্বিগ্ন।’

বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের পাঠানো বিবৃতিতে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. আবদুস সালাম, ডা. হারুন-অর-রশীদ, ডা. মো. শহীদ হাসান, ডা. মো. শহীদুল আলম, অধ্যাপক ডা. এ এম এস এম সারফুজ্জামান রুবেল, অধ্যাপক ডা. মোস্তাক আহমেদসহ ৫০১ জন চিকিৎসক স্বাক্ষর করেন।

শত নাগরিকের বিবৃতি

মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মানবসেবার অনন্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে উপর্যুপরি হামলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে গতকাল রোববার বিবৃতি দিয়েছে শত নাগরিক জাতীয় কমিটি।

শত নাগরিকের বিবৃতিতে বলা হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পিএইচএ ভবন, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন, শিক্ষার্থীদের ছাত্রাবাসে হামলা, ভাংচুর ও ছাত্রছাত্রীদের লাঞ্ছনার মাধ্যমে যারা ভয়ংকর সন্ত্রাস চালিয়েছে, তারা যে গুরুতর ফৌজদারি অপরাধ করেছে তা বলার অপেক্ষা রাখে না। এই অপরাধের দায় সরকার এড়াতে পারে না। কারণ, সরকারের মদদ ছাড়া এই বর্বর তা-ব চালানো দুর্বৃত্তদের পক্ষে সম্ভব হতো না।’

এতে হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ (আহ্বায়ক), বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড. মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ড. সদরুল আমিন, আলমগীর মহিউদ্দিন, ড. রেজোয়ান সিদ্দিকী, রুহুল আমিন গাজী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, কবি আবদুল হাই শিকদার (সদস্য সচিব), ড. তাজমেরী এস এ ইসলাম, ড. মোসলেহ উদ্দীন তারেক, গাজী মাযহারুল আনোয়ার, ড. রাশিদুল হাসান, কবি আল মুজাহিদী প্রমুখ। (সূত্র:এনটিভিবিডি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়