শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৬:২১ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে ওমান : হামাস

ওমর শাহ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপনে ওমান সফর নিয়ে অবশেষে মুখ খুলেছে হামাস। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে নিন্দা জানিয়ে হামাস দাবি করেছে, এর মাধ্যমে ওমান ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ওমান সফরে স্বাগত জানানোয় হামাস দেশটির তীব্র সমালোচনাও করে।

সংগঠনটি বলছে, এ সফরকে আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রচেষ্টা হিসেবে গণ্য করছি। এ সফর ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ভুলণ্ঠিত করার পাশাপাশি তাদের ওপর আরো ব্যাপকমাত্রায় দমন পীড়ন বাড়িয়ে দিতে ইসরায়েলকে উৎসাহিত করবে।
হামাস ইসরায়েলকে বয়কট করার পাশাপাশি এর শাসক গোষ্ঠীকে একঘরে করার নীতি থেকে সরে না আসতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

অপরদিকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা এবং ফাতাহ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাতায়ে নেতানিয়াহুর এ সফরকে আরব শান্তি প্রক্রিয়ার মৃত্যুঘণ্টা হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গেল দুই দশকে প্রথম কোন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে ওমান সফর করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সফর মধ্যপ্রাচ্যের আরব মুসলিম দেশ ওমানের সাথে ইসরায়েলের সুসম্পর্ক বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখছেন কূটনীতিকরা। তবে ওমান সফর শেষ করে ইসরায়েলে ফেরার আগ পর্যন্ত এ সফরের সবকিছু গোপন রাখা হয়। নিজ দেশে ফিরে টুইটারে সফর নিয়ে ছবি দিয়ে সবাইকে অবাক করেন নেতানিয়াহু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়