শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা শেষ, নদীতে মাছ শিকারে জেলেরা

আমজাদ হোসেন আমু, (কমলনগর) লক্ষ্মীপুর: মা ইলিশ প্রজনন রক্ষায় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল।চলতি মাসের  ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পযর্ন্ত নদীতে নিষেধাজ্ঞা ছিল। সোমবার (২৯ অক্টোবর) রাত ১২.০০ থেকে নদীতে সব নিষেধাজ্ঞা শেষ হলে নদীতে মাছ ধরতে ছুটছে জেলেরা।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার নদীতে মাছের ছোট-ছোট নৌকা পানিতে ভাসছে। জেলেরা জাল পেলে আগ্রহে বসে থেকে জাল টানছে।মাছও পড়ছে। তবে সব জালে এখনো মাছ পড়ছে না। এমনটাই ধারনা করা হচ্ছে। হতাশা, বেকার, অলস সময় পার করা থেকে অনেকটা রেহাই পেল জেলেরা। তারা আগ্রহ সহকারে মাছ শিকারে নদীতে যাচ্ছে।

লুধুয়া, কালকিনি, মতিরহাট এলাকার, নিজাম, খায়ের, মফিজ মাঝি জানান, প্রায় ২২ দিন নদীতে নিষিদ্ধাজ্ঞা থাকায় মাছ ধরতে যাই নি। খুব সমস্যার মধ্যে দিন কাটছে। এখন মাছ ধরতে যাচ্ছি, দেখি আল্লাহ কপালে কি রাখছে। সকাল থেকে প্রায় বাজারে বিভিন্ন প্রজাতির মাছের সাথে ইলিশ মাছ দেখা গেছে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুৃছ বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগ নদীতে নিষেধাজ্ঞা জারি করে ছিল। জেলেদেরাও  সচেতন হয়ে নিষেধাজ্ঞা পালন করেছে। মৎস্য বিভাগ নদীসহ জেলেদের কিছুটা সাহায্যে সহযোগিতা করেছে। এখন নিষেধাজ্ঞা শেষ, তাদের নদীতে মাছ ধরতে আইনি কোন বাঁধা বা নিষেধ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়