শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্থায়ী কোন কর্মচারী নিয়োগ না দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুনঃনির্দেশ

সোহেল রহমান: দেশের রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী বা দৈনিক ভিত্তিতে কিংবা মাস্টার রোলে কোন কর্মচারী নিয়োগ না দেয়ার জন্য পুনঃনির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে অস্থায়ী/দৈনিক ভিত্তিতে/মাস্টার রোলে কর্মচারী নিয়োগ দিয়ে থাকে। এ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘদিন কাজ করলেও আইনগত সুযোগ না থাকায় তাদের চাকরি স্থায়ীকরণ করা সম্ভব হয় না। ফলে তাদের চাকরিগত নিরাপত্তা থাকে না। এছাড়া চাকরির বয়স শেষে পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হন তারা। এ কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠিনক কাঠামো অনুমোদন/সংশোধনকালে এ-প্রক্রিয়ায় কর্মী নিয়োগ না-করার নির্দেশ দেয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, এ ধরনের নির্দেশ থাকা সত্ত্বেও দেখা যায় যে, বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনুমোদিত জনবল কাঠামোর বাইরে বিভিন্ন পদ নামে অস্থায়ী জনবল নিয়োগ অব্যাহত রেখেছে, যা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী। এ অবস্থার নিরসনে রাষ্ট্র মালিকানাধীন সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অস্থায়ী/দৈনিক ভিত্তিতে/মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার নির্দেশনা প্রদান করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়