Skip to main content

সৌদি আরবের সঙ্গে নিজের মাল্টি মিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি বাতিলে অস্বীকৃতি ব্লেয়ারের

আসিফুজ্জামান পৃথিল : সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকাণ্ডের পরেও সৌদি আরবের সঙ্গে মাল্টি মিলিয়ন ডলারের লোভনীয় বাণিজ্য চুক্তি বাতিল করছেন না সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। গত মাসেই জানা যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আধুনিকিকরণ কর্মসুচিকে সমর্থন করার জন্য ব্লেয়ার ইন্সটিটিউটকে ১ কোটি ২০ লাখ ডলার অনুদান দেওয়া হয়েছে। ২০১৬ সালে এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন ব্লেয়ার। এটি এখন পর্যন্ত সংস্থাটির প্রাপ্ত সর্বোচ্চ অর্থ। এর পর থেকেই ইয়ামেনে গণহত্যা এবং পরবর্তী সময়ে ইস্তাম্বুলের কনস্যুলেটে জামাল খাসোগজিকে হত্যার জেরে বিভিন্ন মহল থেকে যুবরাজ মোহাম্মদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্নের জন্য চাপের মুখে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এক বিবৃতিতে ব্লেয়ার ইন্সটিটিউট সৌদি আরবের সঙ্গে আর্থিক সম্পর্ক ত্যাগের কোন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে। তারা সৌদি আরবের এ হত্যাকা-ের সঙ্গে কোনরকম সম্পর্ক থাকার অস্বীকৃতিকে সমর্থন করেছে। সরাসরি হত্যাকা-ের দায় যুবরাজের ওপর না চাপালেও সৌদি আরব স্বীকার করেছে ইস্তাম্বুলের কনস্যুলেটে সৌদি এজন্টদের হাতেই নিহত হয়েছেন খাসোগজি। এরপরেও ইরাক যুদ্ধের এ খলনায়কের অর্থলিপ্সা সকলকেই অবাক করেছে। তবে সৌদি আরব এবং মোহাম্মদ বিন সালাম প্রমাণ করেছেন অর্থের সামনে সকল নৈতিকতাই তুচ্ছ। মেমো

অন্যান্য সংবাদ