শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পরিবহন ধর্মঘটে জীবনযাত্রা স্থবির

মাহফুজ নান্টু: কুমিল্লা জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনগুলো পরিবহন ধর্মঘট পালন করেছে। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে সারা দেশের ন্যায় রবিবার সকাল থেকে কুমিল্লায়ও এ ধর্মঘট পালন করা হয়।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ও আলেখারচর বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিকরা সড়কে যানবাহন চলাচলে বাধা প্রদান ও মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা কয়েকটি শিক্ষার্থীবাহী পরিবহনের চালকের মুখে ইঞ্জিন অয়েল মেখে দেয়। এছাড়া কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-সিলেট এবং জেলার বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ প্রদর্শনসহ শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করে।

যাত্রীরা জানান,সড়কে যানবাহন নেই। রিকশা ছাড়া কোনো পরিবহন চলেনি। সড়কে শ্রমিকরা মারমুখী আচরণ করেছে। কিন্তু আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাউকে মাঠে দেখা যায়নি।

শ্রমিকরা জানায়, তাদের আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এ ধর্মঘট চালিয়ে যাবে। এদিকে শ্রমিক ধর্মঘটের কারণে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস স্টেশন, শাসনগাছা, চকবাজার বাস স্টেশন থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে এবং সড়ক-মহাসড়ক জুড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

কুমিল্লা পরিবহন মালিক সমিতির মহাসচিব মো: তাজুল ইসলাম জানান, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিবে বলে আমরা আশা করি। এ ধর্মঘটের কারণে আমরা মালিক এবং যাত্রীরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়