Skip to main content

এনআইডি’র আজীবন সম্মাননা পেলেন শহিদুল আলম

তরিকুল ইসলাম : ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এনআইডি) আজীবন সম্মাননা পেলেন বাংলাদেশের কারাবন্দি খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম।এনআইডি’র এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় গণমাধ্যম শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক সতীশ বাহাদুর লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দেওয়া হয়েছে আলোকচিত্রী শহীদুল আলমকে। শহীদুলের পক্ষে তার বন্ধু ভারতীয় কিউরেটর ইনা পুরী গত শুক্রবার এই সম্মাননা গ্রহণ করেছেন। তিনি বলেছেন, শহীদুল আলম প্রতিবাদ ও আশাবাদের কণ্ঠস্বর। বাংলাদেশের এই খ্যাতনামা আলোকচিত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে। বিশ্বের খ্যাতনামা ব্যক্তিসহ একাধিক ব্যক্তি শহীদুলের মুক্তির আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও তাকে জামিন দেওয়া হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে আমরা শহীদুলের জন্য উদ্বেগে রয়েছি। তবে এই সম্মাননা এবং বিশ্বের বুদ্ধিজীবীদের তাঁর প্রতি অকুণ্ঠ সমর্থন বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষেই দৃঢ় অভিমত। আহমেদাবাদে আয়োজিত আলপাবিরামা এশিয়ান শর্ট এন্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে। উৎসবে শহীদুলের বেশ কয়েকটি আলোকচিত্রও প্রদর্শিত হয়েছে।

অন্যান্য সংবাদ