শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০২:৪৫ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবহন ধর্মঘটে পাঠাও-উবারের জমজমাট ব্যবসা

সুজিৎ নন্দী : পরিবহন ধর্মঘটের কারণে রাজধানী ঢাকায় রিক্সা, ভ্যানসহ অন্যান্য যানবাহনের নিয়ম না মানায় নগরীতে তীব্র যানজট দেখা দিয়েছে। সকাল থেকে সরকার মালিকানাধীন বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) কিছু গাড়ি দেখা গেলেও কোনো গণপরিবহন চোখে পড়েনি। এই অন্যগণপরিবহন শূন্যতায় অধিকাংশ রাইড শেয়ারকারীরা অ্যাপসের মাধ্যমে না গিয়ে চুক্তিভিত্তিকভাবে গন্তব্যে যাচ্ছে। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া ‍গেছে। তবে পুরো রাজধানীতে রিক্সা, ভ্যান আর নিয়ম না মানার প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে অনেক ব্যক্তিগত গাড়ি রাস্তায় নেমেছে। যাত্রীদের মধ্যে ছিলো হতাশা।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে যেসব যানবাহন চলছে তার বেশিরভাগই রাইড শেয়ারিংয়ের মাধ্যমে চলাচলকারী পরিবহন। ব্যক্তিগত গাড়ি গাবতলী থেকে মতিঝিল যেতে ৬শ’ টাকা নিচ্ছে। গণপরিবহন না পেয়ে সাধারণ মানুষকে এসব অ্যাপসভিত্তিক পরিবহনে উঠতে বাধ্য হতে হচ্ছে। একশত টাকা ভাড়া নেয়া হচ্ছে প্রায় দেড়শ’ থেকে নূন্যতম ১৬০ টাকা। আর সে কারণে অধিকাংশ ব্যক্তিগত গাড়ির চালকরা রাস্তায় নেমে পড়েছেন। আমাদের অনুসন্ধানে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অন্যদিনের মতোই সড়কে তীব্র যানজট রয়েছে। তবে যানজট সৃষ্টিকরা অধিকাংশ পরিবহনই ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি ও মটরসাইকেল।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে একজন যাত্রী জানান, আগে আমি মাঝে মাঝে উবারে উঠতাম। এখন উবার ও পাঠাও এ চলছি। আজকে বাধ্য হয়ে উঠতে হচ্ছে। অন্যদিকে একজন পাঠাও চালক জানান, একটি অ্যাপস ডাউনলোড করেছে। মাঝে মধ্যে অফিসের কাজ শেষে এর মাধ্যমে রাইড শেয়ারিং করতাম। কল আসতো অনেক কম। কিন্তু আজ (গতকাল) সকাল থেকে অনেক বেশি কল আসছে।

সকাল থেকে তীব্র যানজট দেখা গেছে, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, ধানমন্ডি-২৭, শুক্রবাদ, নিউমার্কেট, কলাবাগান। ফার্মগেট, সোনারগাঁও হোটেল, বাংলামটর, শাহবাগ, প্লটন মোড়, কমলাপুর রেলওয়ে, ফকিরাপুল বাসস্টান্ড আর মতিঝিল শাপলাচত্বর ছিলো অন্যতম। এই এলাকাগুলোতে হাজার হাজার মানুষ গণপরিবহনের অপেক্ষায় দেখা গেছে। একই অবস্থা দেখা গেছে কাকলী, বনানী, মহাখালী, মহাখালী ফ্লাইওভার, তেজগাঁও, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা এলাকা। এতে গন্তব্যে পৌঁছতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়