শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে ইট দিয়ে মাথা থেতলে দিয়ে বিধবা নারী খুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরসভায় মোসা. সাফিয়া বেগম (৬৫) নামের এক বিধবা নারীকে ইট দিয়ে আঘাত করে খুণ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বিকেলে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয় সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাফিয়া ওই ওয়ার্ডের মৃত মো. হানিফ মোল্লা স্ত্রী।

নিহত ওই নারীর মেয়ে মোসা. মনি বেগমের (৩৫) অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে কেউ তার মাকে হত্যা করেছে। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে।
বাউফল সরেজমিনে দেখা গেছে, অনেকটা বিবস্ত্র অবস্থায় সোয়ার খাটের ওপর পড়ে আছেন। শরীরের নিচের অংশ ঝুলে রয়েছে। পাশেই রয়েছে একটি ইট। মাথার মজক বেরিয়ে গেছে। রক্তে বিছানা ভিজে গেছে।

জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে প্রতিবেশী কৃষ্ণা রানী নামে এক নারী ওই ঘরের কাছে এসে সাফিয়া বেগমকে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর এক ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। একমাত্র পুত্র সন্তান মো. বাবুল মোল্লা তার স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে আছেন কারাগারে। তিনি (সাফিয়া) অধিকাংশ সময় একাই থাকতেন তার ঘরে। তবে তার ভরন-পোষনের ব্যয় বহন করতেন ছেলের ঘরের এক নাতি। তবে মেয়ের ঘরের এক নাতি প্রায়ই ওই ঘরে থাকত। তার বেপরোয়া চালচলনে অসন্তুষ্ট ছিলেন তিনি (সাফিয়া)। এ নিয়ে প্রায়ই কথা-কাটাকাটি হত নানী ও নাতির মধ্যে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘সুরতহাল করে লাশ উদ্ধার করা হয়েছে। খুনের আসল রহস্য বের করে ঘটনার সাথে প্রকৃতদের গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়