শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০১:৩৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি: পরিবহন শ্রমিকদের ৮দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। ৪৮ ঘন্টার কর্মবিরতিতে রোববার সকাল থেকে কুড়িগ্রামে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দূর পাল্লার যাত্রী ও পণ্য ব্যবসায়ীরা। সকাল থেকে যানবাহন চলাচল না করায় জেলার মহাসড়কগুলো ফাঁকা পড়ে ছিল। এ সড়কগুলোতে শুধু রিকসা ও ব্যাটারী চালিত অটো রিকসা চলাচল করছে।

জেলা শহর ও উপজেলা শহরে পরিবহন শ্রমিকদের অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পরিবহন শ্রমিকরা জানান, সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিন যোগ্য করাসহ ৮ দফা দাবিতে তারা পরিবহন কর্মবিরতী পালন করছে।

শ্রমিক নেতা মো: নুর আমিন মিলন জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কুড়িগ্রাম জেলার পরিবহন শ্রমিকগণ এ কর্মসূচি পালন করছি।

কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাসেল জানান, সড়ক পরিবহন একটি জনগুরুত্বপূর্ণ সেবা খাত। পরিবহন শ্রমিকরা এদেশের মানুষেরই সেবার জন্য নিয়োজিত। কিন্তু এই শ্রমিকদের জন্য যে কঠোর আইন পাশ করা হয়েছে। আমরা এই আইনের সংশোধনীর জন্য কর্মবিরতি পালন করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়