শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে হঠাৎ বৃষ্টিতে শীতকালীন শাক সবজির ক্ষতি

স্বপন কুমার দেব, মৌলভীবাজার প্রতিনিধি : শনিবার সন্ধ্যার পর থেকে মৌলভীবাজার জেলা সদর কুলাউড়া, কমলগঞ্জসহ সাতটি উপজেলায় আকস্মিকভাবে শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। শনিবার সন্ধ্যা থেকে জেলা জুড়ে শুরু হওয়া টানা মাঝারি বৃষ্টির কারণে মাঠের ধানের উপকার হলেও শীতকালীন শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজারে।

শনিবার দিনে বেশ গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে আকাশ কালো করে বিজলি চমকিয়ে ধমকা বাতাসের সাথে শুরু হয় মাঝারি বৃষ্টি। রোববার সারাদিনও বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে মনু ও ধলাই নদের পানি বেড়েছে।

কমলগঞ্জ উপজেলা কৃষি বিভাগের একজন উপ-সহকারী কর্মকর্তা বলেন, শীতের আগমনের সময় আকস্মিকভাবে এ ধরণের বৃষ্টিতে জমির রোপিত ধানের বেশ উপকারসহ ধান উৎপাদনে উপকার হবে। তবে মাঠে আগাম রোপিত টমেটো, আলু, শিম,ফুল কপি, বাঁধাকপি, মূলাসহ নান জাতের এ সময়ের শাক সবজির বেশ ক্ষতি হবে। শীতের অনেক শাক সবজি আছে তা বৃষ্টি অসহিষ্ণু। দ্রুত বৃষ্টি বন্ধ না হলে এসব শাক সবজি পঁচে বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, রোববার সারাদিন ও রাতে বৃষ্টি হলে রোপিত শীতকালীন শাক সবজির ক্ষতি হতে পারে। এখন মাঠ পর্যায়ের তথ্য তার কাছে এসে পৌঁছায়নি। তাই শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে শীতকালীন শাক সবজির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না বলেও তিনি জানান। তিনি আরও বলেন এই বৃষ্টিতে মাঠে ধানের ফলনে বেশি উপকার হবে।

সম্প্রতি কাঁচাবাজারে আসা শীতকালীন শাক সবজি এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে মাঠ পর্যায়ে শীতকালীন শাক সবজি ক্ষতিগ্রস্ত হলে বাজারে সরবরাহ কমে যাবে। আর তখনই কাঁচাবাজারে শাক সবজির দামও বেড়ে যাবার আশঙ্কা করছেন ক্রেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়