শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মন্ত্রী এবং শ্রমিক লীগের ধর্মঘট, বঙ্গবন্ধু হত্যা বিচারের দাবিকে বাধাগ্রস্থ করতে’

আহমেদ জাফর: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তাঁর সরকারের মন্ত্রী এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। যাতে আমার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে সমবেত হতে না পারে বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রবিবার (২৮ অক্টোবর) রাজধানীর রামনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবির) মিলনায়তনে '৭৫ এর বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যুদ্ধে জাতীয় মুক্তিবাহিনীর যোদ্ধাদের মিলন মেলা ২০১৮ অনুষ্ঠান আয়োজন করে মিলন মেলা উদযাপন কমিটি। অনুষ্ঠানের সভাপতি জাতীয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সূচনা বক্তব্য এসব কথা তিনি।

তিনি বলেন, যখন বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে মিলন মেলার আয়োজন করেছে '৭৫ এর বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যুদ্ধে জাতীয় মুক্তিবাহিনীর যোদ্ধাদের মিলন মেলা'র সংগঠন। তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তাঁর সরকারের মন্ত্রী এবং শ্রমিক লীগের নেতাকর্মীরা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। যাতে আমরা এক সাথে হয়ে বিচারের দাবি করতে না পারি। কিন্তু সকল কিছু্  উপেক্ষা করে নেতাকর্মীরা এই মিলন মেলায় সমাবিত হয়েছে।

'৭৫ এর বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যুদ্ধে জাতীয় মুক্তিবাহিনীর যোদ্ধাদের মিলন মেলা' নামে বঙ্গবন্ধুর হত্যার কারীদের বিচারের করার জন্য গড়ে তোলা হয়েছে এই সংগঠন। এ সময় তিনি '৭৫ এর বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যুদ্ধে জাতীয় মুক্তিবাহিনীর যোদ্ধাদের মিলন মেলা সংগঠনকে রাষ্ট্রীয় ও জাতীয় স্বীকৃতি দেয়ার দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়