Skip to main content

নারী নির্যাতন মানবতার বিশ্বাসঘাতকতা: এমিনি এরদোগান

ওমর শাহ : নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগান। তিনি বিশ্বব্যাপি নারী নির্যাতনের কঠোর নিন্দা জানিয়েছেন এবং নারী নির্যাতনকে মানবতার বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেছেন। স্থানীয় সময় শনিবার তুরস্কের ভূমধ্যসাগরীয় প্রদেশ আন্তালিয়ায় নারী স্বাস্থ্য বিষয়ক ও বিশ্বব্যাপী নারী ক্ষমতায়ন শীর্ষক ‘লেটস টক’ নামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দূর্ভাগ্যজনক হলেও সত্য যে সারাবিশ্বে প্রতি ৩ জন মহিলার একজন শারীরিক অথবা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এর পরিবর্তনে নারীদের আরো সতর্ক হতে হবে। রাশিয়ান সুপার স্টার নাটালিয়া ভডিয়ানোভার সঞ্চালনায় জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল ‘ইউএনএফপিএ’ এর সহযোগিতায় সারাবিশ্বে নারীর নানাবিধ সমস্যা ও স্বাস্থ্য বিষয়ক সমাধান তুলে ধরার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি

অন্যান্য সংবাদ