শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ০৩:২৪ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয় বৈষম্য সমস্যা পুরনো সমাধান হচ্ছে না : ড. জাহিদ হোসেন

তানজিনা তানিন : দেশে প্রবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে আয় বৈষম্য। দেশের ৪৫ শতাংশ মানুষ নিম্ন শ্রেণির। দেশীয় সম্পদের বেশিরভাগ রয়েছে কিছু সংখ্যক মানুষের হাতে। আয় বৈষম্য সমস্যা পুরনো। এর সমাধানে কার্যকর উদ্যোগের অভাব আছে বলে মনে করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সম্পদশালীদের অর্থ কতটুকু উৎপাদন খাত থেকে আসছে ও উৎপাদনে কাজে লাগছে তা হিসাব করে দেখছে না কেউ। প্রবৃদ্ধির সূচক উর্ধ্বমুখী দেখালেও এর ছোঁয়া পৌছাচ্ছে না নিতু তলার মানুষের কাছে।

তিনি আরও বলেন, যেকোনো সূচক তৈরি করা হয় একটি দেশের সার্বিক মাথাপিছু আয়ের ভিত্তিতে। এর ফলে উচ্চবিত্তদের আয়ের ভার নিম্নবিত্তদের বইতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো – উচ্চবিত্তদের আয়ের এতো বৃদ্ধি কীভাবে হচ্ছে? বেশিরভাগ অর্থই দেখা যাচ্ছে দুর্নীতি, বড় বড় ঋণখেলাপি, একচেটিয়া ব্যবসা ও নানা অনৈতিক উপায়ে অর্জন করছে। এই অর্থ আবার পাচার হয়ে যাচ্ছে বিদেশে। যা দেশীয় উৎপাদনে কাজে লাগছে না।

এক প্রশ্নের জবাবে ড. জাহিদ হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষের আয়ের প্রধান উৎস শ্রম বিক্রি। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমের মূল্য বৃদ্ধি করতে না পারলে আয় বৈষম্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধা আরও বৃদ্ধি করা উচিত বলেও তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়