শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজকের আদেশে জিয়া চ্যারিটেবলের রায় নির্ভর করছে

আমাদের সময় : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারিক কার্যক্রম চালানোর আদেশ বাতিল চেয়ে করা আবেদনের ওপর আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য আজকের (রবিবার) কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এ আবেদনের ওপর আপিল বিভাগ যে আদেশ দেবেন, তার ওপর নির্ভর করছে আগামীকাল সোমবার জিয়া চ্যারিটেবল মামলার রায় ঘোষণা।

জানা যায়, ২০ সেপ্টেম্বর এ মামলায় খালেদা জিয়া আদালতে না আসায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মো. আখতারুজ্জামান। এ আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করলে ১৪ অক্টোবর হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ১৫ অক্টোবর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
এর পর ১৬ অক্টোবর বিচারিক আদালত এ মামলার রায়ের জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেন। এ অবস্থায় ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল মামলার রায় হবে কিনা তা অনেকটা আপিল বিভাগের পরবর্তী আদেশের ওপর নির্ভর করছে বলে মনে করছেন আইনজীবীরা। আবেদন খারিজ করে দিলে সে ক্ষেত্রে রায় ঘোষণায় কোনো বাধা থাকবে না। তবে অন্য কোনো ধরনের আদেশ হলে সে ক্ষেত্রে রায় ঘোষণা পেছাতেও পারে।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের একটি কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করেন। ৫ সেপ্টেম্বর সেখানে আদালত বসে। কারাগারে থাকা খালেদা জিয়া সেদিন আদালতে হাজির হয়ে আদালতকে বলেছিলেনÑ এ আদালতে ন্যায়বিচার নেই। তিনি অসুস্থ। আদালতে আসবেন না। যতদিন ইচ্ছা আদালত তাকে সাজা দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়