Skip to main content

যুক্তরাষ্ট্রে ইহুদী ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত বেড়ে ১১

মাহাদী আহমেদ : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিট্সবার্গ শহরে শনিবার ইহুদী ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০ টার দিকে একজন বন্দুকধারী স্কুইরেল হিল এলাকার ‘ট্রি অব লাইফ’ নামক একটি উপাসনালয়ে প্রবেশ করে ও গুলিবর্ষণ শুরু করে। গুলি চালনার সময় বন্দুকধারী চিৎকার করে বলছিলো যে, ‘সব ইহুদীদের মরতে হবে।’ হামলার কিছু পরেই পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ জানিয়েছে, উপাসনালয়ে হামলা চালানো বন্দুকধারী ব্যক্তি আত্মসমর্পণ করেছে। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান তিনি এ ঘটনাটি নজরে রাখছেন। এছাড়াও তিনি স্কুইরেল হিল এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। - বিবিসি