শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রাইম পেট্রোলের প্রভাবে হত্যাকাণ্ডের ধরন বদলে গেছে

ড. দিলারা চৌধুরী : ভারতীয় ‘সিরিয়াল ক্রাইম পেট্রোল’-এর প্রভাবে বাংলাদেশের হত্যাকা-ের ধরন বদলে গেছে। হত্যাকা- দিন দিন বিভৎস হয়ে উঠেছে, এবং তা ভয়াবহ আকার ধারণ করে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। যেখানে-সেখানে গলাকাটা, হাত-পা কাটা, বস্তাবন্দি লাশ পাওয়া যাচ্ছে। তবে আগে কিন্তু এমনটা ছিলো না। ক্রাইম পেট্রোলের প্রভাবেই হত্যাকা-ের ধরণ বদলে গেছে, এবং হত্যাকা-ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ক্রাইম পেট্রোলের এক পর্বে দেখলাম, পুড়িয়ে মারার ঘটনা দেখানো হচ্ছে, আবার অন্য একটা পর্বে দেখলাম, গলা কেটে বডি এক যায়গায় রাখা হয়েছে, আর মাথা রাখা হয়েছে অন্য এক যায়গায়। তারপর দেখা যায়, লাশ যাতে শনাক্ত করার উপায় না থাকে, সেজন্য মুখ থেতলে দেওয়া হয়।

বাংলাদেশেও কিন্তু ঠিক অনুরুপভাবে হত্যাকা- ঘটছে। বাসযাত্রী এক শিক্ষার্থীকে মেরে মুখ থেতলে, নদীতে ফেলে দেওয়া হলো। একজনকে হত্যা করে মাথা কেটে ব্রিজের পাশে রেখে দিয়েছে। হাত-পা কাটা লাশ পাওয়া যাচ্ছে। এগুলো সব ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোলের প্রভাবেই ঘটছে। কেননা, টেলিভিশন মানুষের মনে প্রভাব বিস্তার করে। মানুষ যা দেখে, সেটা তার মনের মধ্যে বিচরণ করে, ধারণ করে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকে।

পরিচিতি : অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়/মতামত গ্রহণ :লিয়ন মীর/সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়