শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনসিডিল ও টাকাসহ আটক জেলারের ৭ দিনের রিমান্ডের আবেদন

অনলাইন ডেস্ক : নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ আটক হওয়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আগামী সোমবার এ বিষয়ে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে ভৈরব রেল পুলিশ। আজ শনিবার ভৈরব রেলওয়ে থানায় তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়।

ভৈরব রেল পুলিশের এএসআই মোহাম্মদ হোসেন জানান, শনিবার দায়ের করা দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে সোহেল রানা বিশ্বাসকে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক আবদুন নূর আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে সোহেল রানা বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, মাদক ও মানি লন্ডারিং আইনে মামলা দু’টি দায়ের করেছেন ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ উদ্দিন ভূঁইয়া। এর মধ্যে মাদক মামলাটি তদন্ত করবে পুলিশ আর মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া মামলাটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন।

উল্লেখ্য, শুক্রবার সোহেল রানা বিশ্বাস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে ভৈরব স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ একটি কেবিনে তল্লাশি চালায়। এসময় তার লাগেজে থাকা ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া যায়। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে তার নিজের নামে এককোটি ৩০ লাখ টাকার ৩টি চেক ও এককোটি টাকার দু’টি এফডিআর এবং তার স্ত্রী হোসনে আরা পপির নামে এককোটি টাকার দু’টি এফডিআর ও তার শ্যালক রকিবুল হাসানের নামে ৫০ লাখ টাকার একটি এফডিআর জব্দ করে পুলিশ। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়