Skip to main content

মুশফিকের ছেলেকে সিরিজ জয়ের আনন্দ 'উৎসর্গ' টাইগারদের

স্পাের্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয়ের সুবাদে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অসাধারণ এই সিরিজ জয়ের আনন্দ টাইগার সতীর্থরা মুশফিকের ছেলে ‘মো: শাহরোজ রহিম মায়ান’কে উৎসর্গ করেছেন। বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন। সেই সঙ্গে সতীর্থদের স্বাক্ষর সম্বলিত স্মারক প্ল্যাকার্ড হাতে ছবিও পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে দেখা যায়, ছেলে মায়ানের ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে হাসিমুখে দাঁড়িয়ে মুশফিক। প্ল্যাকার্ডে টাইগার সতীর্থদের স্বাক্ষর আর নিচে লেখা,‘মুশফিকুর রহিম, আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান। শাহরোজ রহিম মায়ানকে উৎসর্গ করছি আমাদের উদযাপন।’ ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌ এবং আমার সকল সতীর্থদের এমন অসাধারণ বহিঃপ্রকাশের জন্য ধন্যবাদ...অসাধারণ সিরিজ জয়...বিশেষ অভিনন্দন ইমরুল ও সৌম্য...ইনশাল্লাহ আমরা টেস্ট সিরিজও জিতব...জাজাকাল্লাহ খায়ের।’