শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে সিলেটকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন ওয়াকার ইউনুস

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পা রেখেই সিলেট সিক্সার্সকে বিপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন করতে চাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেস বোলিং কিংবদন্তী ওয়াকার ইউনুস। সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। প্লেয়ার্স ড্রাফটকে সামনে রেখে শনিবার ঢাকায় এসেছেন এই পাকিস্তানি।

সিলেট আগের আসরে দারুণভাবে শুরু করে। কিন্তু কয়েকটি ম্যাচের পর পথ হারায় দলটি। এরপর আর ঘুরেই দাঁড়াতে পারেনি তারা। ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ জানান, ‘পর্যাপ্ত সময়ের অভাবে তাদের প্রথম আসরটা প্রত্যাশিত হয়নি।

আগেরবারের দুঃখ ভুলতে অনেক আগে থেকে দল গুছিয়ে নিচ্ছেন তারা। সাব্বির রহমান, নাসির হোসেন এবং পাকিস্তানের সোহেল তানভীরকে রেখে দেয়ার কথা জানিয়েছেন তারা। আর এ+ ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।

সিলেট সবচেয়ে বড় চমকটি দেখিয়েছে সরাসরি দুই বিদেশি নেয়ার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়েছে দলটি। সঙ্গে যোগ হয়েছেন নেপালি ‘শেন ওয়ার্ন’ বলে পরিচিত সন্দ্বীপ লামিচানে।

‘শিরোপা জয়ের জন্যই দল তৈরি করছে সিলেট সিক্সার্স। যে ছয় ক্রিকেটারকে নিশ্চিত করা হয়েছে তারা সবাই টি-টোয়েন্টি ফরমেটের জন্য দারুণ পরীক্ষিত, মন্তব্য করে ওয়াকার বলেন, ‘সঙ্গে ড্রাফট থেকেও দেশি-বিদেশি সেরা ক্রিকেটারদের আমরা নিশ্চিত করতে চাই। আমার বিশ্বাস দারুণ একটা ব্যালেন্স দল আমরা তৈরি করতে পারব। ষষ্ঠ আসরের শিরোপা আমরা চাই।

ওয়াকার আগেরবার সিলেটের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে বিপিএলের প্রতি ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের আস্থা ক্রমেই বাড়ছে। আর সে কারণেই অনেক বড় তারকা ক্রিকেটার বিপিএল খেলতে চাইছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়