শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ইভিএম প্রদর্শনী, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

মোস্তাফিজার রহমান বাবলু ও মদিনাতুল জান্নাত রুহি, রংপুর : দেশের সবকটি বিভাগের ন্যায় রংপুরেও ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধন শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার কবিতা খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জয়নুল বারী, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুৃল আলিম মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমূখ। এসময় ইভিএম সম্পর্কিত বক্তব্য রাখেন উপ-প্রকল্পপরিচালক নুরুজ্জামান খাঁন।

অপরদিকে, রংপুরে ইভিএম প্রদর্শর্নীর প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ে বেলা পৌনে ২টায় সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারী ও অবৈধ আওয়মীলীগ সরকার অবৈধ ভাবে ডিজাটাল কাররচুপির মাধ্যমে ক্ষমতায় থাকার অংশ হিসেবে ইভিএম পদ্ধতি ভোটাদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার গভীর সড়যন্ত্রে লিপ্ত।

এরই ধারাবাহিকতায় ইভিএম মেলা প্রদর্শনীর মাধ্যমে নতুন নাটক তৈরি করে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, গনতন্ত্র পূণরূদ্ধার, ভোটের অধিকার চিশ্চতকরণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্য রক্ষায় রংপুর বাসিকে সাথে নিয়ে মহানগর বিএনপি তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে এমন হুশিয়ারী উচ্চারণ করেন। এসময় দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়