শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ১১:০২ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার কোনভাবেই চায় না এদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক: মওদুদ

শিহাবুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সরকার কোনো ভাবেই দেশে নিরপেক্ষা অবাধ সুষ্ঠু নির্বাচন চায় না। তারা আবারও ২০১৪ সালের মত একদলীয় নির্বাচন করতে চায়।

শনিবার চট্টগ্রামে জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তাদের এরকম আচরনের কারণেই বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছর পরও গণতন্ত্র হারিয়েছে, মানুষ ভোটের অধিকার হারিয়েছি, আমরা আইনের শাসন হারিয়েছি, বিচার বিভাগের স্বাধীনতা হারিয়েছি, গণমাধ্যমের স্বাধীনতা হারিয়েছি। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে জাতীয় ঐক্য।

যে কোনো সরকারকে অপসারণ করার জন্য, পরিবর্তন আনার জন্য, একমাত্র বিকল্প হলো জাতীয় ঐক্য। এজন্য এই বয়সে এসেও ড. কামাল হোসেন জাতীয় গঠন করেছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। এজন্য আমাদের বর্তমান স্বৈরাচারী সরকারকে পতন করতে হবে। এর মাধ্যমেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, গণতন্ত্রের চর্চা ফিরে আসবে। এই ঐক্য আমরা সফল করতে সক্ষম হব। এই সরকার সুষ্ঠু, অবাধ সুষ্ঠু নির্বাচন চায় না। এক দলীয় ভাবে, আবার ২০১৪ সালের মতো নির্বাচন করতে চায়। তারা গত দেড় মাসে ৫ হাজার মামলা দিয়েছে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। যারা ভোট কেন্দ্র পাহারা দিবে, ভোটের মাধ্যমে সরকারকে পতন করবে, তাদেরকেই সরকার মামলা দিয়েছে।

 

ডিজিটাল নিরাপত্তা আইন, জাতীয় সম্প্রচার নীতিমালা আইন সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, এই আইনের মাধ্যমে গণমাধ্যমকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় সরকার। কারণ নির্বাচনে আগে তাদের বিরুদ্ধে যেন কোন রকম সমালোচনা না করা যায়। এই আইনে পুলিশকে এমন সীমাহীন ক্ষমতা দিয়েছে, যে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়া যে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। গণমাধ্যম অফিসে গিয়ে ক্যামেরা কম্পিউটার সহ সবকিছু তারা জব্দ করতে পারবে। তারা কোনভাবেই চায় না এদেশে কোন অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। এ সরকারকে বাধ্য করব, আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা এই সরকারকেই করতে হবে। তা না হলে আগামীতে কিছু ঘটলে সরকারকেই এর দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি হবে। তার মুক্তি এবনহ গণতন্ত্র এবং তাঁর মুক্তি একই সুতায় গাঁথা। বেগম জিয়া ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়