শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ১০:১৪ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেণ্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু

স্মৃতি খানম: রাজধানীর সেণ্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুল চিকিৎসায় না, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে শিশুটির।
১১ বছর বয়সী আফরিন হক সৃষ্টি। পরিবারের সবার ছোট। তাই আদরটাও ছিলো একটু বেশি। মঙ্গলবার হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয় সে। প্রথমে অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও বৃহস্পতিবার সকালে তাকে ভর্তি করা হয় সেণ্ট্রাল হাসপাতালে

প্রথমে রোগ সনাক্ত করতে না পারলেও শুক্রবার (২৬ অক্টোবর) পরিবারকে জানানো হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আফরিন। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালের আইসিইউ থেকে ফেরা হয়নি আফরিনের।

পরিবারের দাবি, তাদের না জানিয়েই খুলে ফেলা হয় আফরিনের লাইফ সাপোর্ট। এমনকি মৃত্যুর ২ ঘণ্টা পর পরিবারকে জানানো হয় তার মৃত্যুর খবর।

আফরিনের বাবা বলেন, ‘আমাদের না জানিয়ে লাইফ সাপোর্ট দিয়েছে আমাদের না জানিয়ে লাইফ সাপোর্ট খুলে ফেলেছে। হত্যা ছাড়া এটা কিছু না।’

তবে অভিযোগ অস্বীকার করে সেণ্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারকে আগে থেকেই অবহিত করা হয়েছি।

শিশু আফরিন ভিকারন্নিসা নূন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বাসা রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে।সূত্র: সময় টেলিভেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়