শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিকল্পনা না কী স্ট্যান্ডবাজি?

মহিব আল হাসান: শাকিব খান ঢালিউডের শীর্ষ নায়ক। বলতে গেলে বর্তমান ঢাকাই সিনেমা একাই টিকিয়ে রেখেছেন তিনি। তার সিনেমা মুক্তি মানে দর্শকদের বাড়তি উন্মাদনা। তবে ঢাকাই ছবির শীর্ষ এ নায়ককে নিয়ে নতুন একটি খবর শোনা যাচ্ছে! বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে শাকিব যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন না। এরপরও যদি যৌথ প্রযোজনার কোনও প্রস্তাব আসে তবে বাংলাদেশের অংশে তিনি প্রযোজনা করবেন। এমনই সংবাদ শোনা গেছে। তবে এর আগে তার অভিনীত যৌথ প্রযোজনার ছবিগুলো নিয়ে গুঞ্জন ছিল । অবশ্য তিনি সে বিষয়ে গণমাধ্যমে কোনও কথা বলেন নি।

তবে বিভিন্ন সূত্রে জানাযায়, শাকিব দেশীয় ছবি ছাড়া যৌথ প্রযোজনার কোনও ছবিতে লগ্নী করেন নি। তবে নতুন করে যৌথ প্রযোজনার খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছে না কী সত্যি এমনটা ধারনা করছেন অনেকে। সিনেমার সাথে সংশ্লিষ্টরা মনে করেন আবার এটা নতুন পরিকল্পনা নয় তো?

শাকিব খানের এমন সিদ্ধান্তকে চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, ‘যৌথ প্রযোজনা করলে চলচ্চিত্রের জন্য কোনও অসনি সংকেত না। অসনি সংকেত তখন হবে যখন যৌথ প্রযোজনার নীতিমালা মানা হবে না। চলচ্চিত্রে এর আগে যৌথ প্রযোজনার জন্য যে ছবিগুলো হয়েছে সেই ছবিগুলোতে কোনও নিয়ম মানা হয়নি। তবে তিনি পরিকল্পনা করতেই পারেন সেটা একান্ত তার বিষয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ফাঁকা আওয়াজ থাকতেও পারে। এমনকি শাকিবকে দিয়ে কিছু মহল তাদের স্বার্থ হাসিল করতে পারে।

বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানের এমন পরিকল্পনার খবর আসার পর চলচ্চিত্রের বোদ্ধারা এর কারণ খোঁজা শুরু করেছেন। অনেকে বলছেন শাকিব তার নিজের ক্যারিয়ার সচল রাখতে এমন পরিকল্পনা নিয়েছেন। এর আগে কলকাতার এসকে মুভিজ বাংলাদেশে আর কোনও যৌথ প্রযোজনার সিনেমা করবেন না এমন সিদ্ধান্ত গ্রহণ করে। এমন সিদ্ধান্ত আসার পর যৌথ প্রযোজনার ছবি হওয়ার কোনও আশংকা নেই বলে মনে করছেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরা।

শাকিবের ঘনিষ্টজনরা বলছেন, ‘তিনি দেশের সিনেমায় কাজ করবেন। তবে যে পরিচালকদের সাথে কাজ করবেন তা ভেবে চিন্তে করবেন। সব পরিচালকদের সাথে কাজ করবেন না।

শাকিব খানের এমন খবর পাওয়ার পর চলচ্চিত্রের লোকেরা বলছেন, তার পরিকল্পনা না কী স্ট্যান্ডবাজি এটা বুঝতে আরও সময় লাগবে। সময় হলে এই বিষয়টা জানা যাবে বলে দাবি তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়