শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলনগর হাজিরহাট বাজারে ময়লা- আর্বজনায় অস্বস্তিকর পরিবেশ

আমজাদ হোসেন আমু,কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনরের হাজির হাট বাজারে ময়লা- অার্বজনা, ধূলা -বালিতে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। শনিবার ( ২৭অক্টোবর) দুপুরে দেখা যায়, বাজারে ময়লা অার্বজনায় ভরে গেছে।এ কারণে বাতাস বা যানবাহনের ময়লাগুলো উড়ে গিয়ে বাজারের পরিবেশ নষ্ট করছে।এতে বাজারে প্রায় দোকানে ধুলাগুলো গিয়ে মারাত্মক ক্ষতি করছে। এমনকি বাজারে আসা জনসাধারণও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বাজার ব্যবসায়ী, জাহাঙ্গীর, কাদের, সবুজ জানান, দীর্ঘদিন যাবত বাজার পরিস্কার করা হচ্ছে না। বাজারে ময়লা-আর্বজনার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। যার কারণে ব্যবসায়ীসহ জনসাধারণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।এতে বাজারে ক্রেতা -বিক্রেতা কমে যাচ্ছে। বৃষ্টি হলে বাজারে পানি উঠে।

তারা আরও জানান,এ বাজারটি উপজেলার বড় বাজার। এ বাজারে প্রায় ৬০০ থেকে ৭০০ ব্যবসায়ী আসে। প্রতি মাসে বাজার পরিষ্কার ও রাতের পাহারা দেওয়ার জন্য প্রতি ব্যবসায়ী কাছ থেকে ১০০ -১২০ টাকা চাঁদা আদায় হয়।আমরা বাজার ব্যবসায়ীরা চাঁদা দেওয়ার পরও বাজারের এ অবস্থা।চাঁদা অনুযায়ী বাজারে কাজ হয় না।

বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী শাহাজান জানান, বাজারে মাত্র একজন মালি। যার কারণে সঠিক সময়ে বাজার পরিষ্কার করা হয় না।এর ফলে বাজারে প্রচুর ময়লা। যা বাজারে পরিবেশ নষ্ট করছে।আমরা উপজেলা নির্বাহী মহোদয়কে বিষয়টা জানিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়