শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৭:৫৬ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানজটের ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত সাংবাদিক

ঠাকুরগাঁও প্রতিনিধি : অবৈধভাবে রাস্তা দখল করে ঘন্টার পর ঘন্টা যাত্রী তুলে যানজট সৃষ্টি করছে এমন সংবাদ পেয়ে সেখানে ছুটে গিয়ে ছবি ধারণ করার সময় দৈনিক লোকায়নের স্টাফ রিপোর্টারকে লাঞ্ছিত করেছেন কয়েকজন মোটর শ্রমিকের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-গড়েয়া রোডের পুরাতন বাসষ্টান্ড এলাকার শাহী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা ৭টার দিকে নির্নয় (সোনালী পরিবহন ) নামে একটি যাত্রীবাহী বাস রাস্তা দখল করে দীর্ঘক্ষণ ধরে যাত্রী তুলছিল । এ সময় ওই এলাকায় অবস্থান করছিল এশিয়ান টেলিভশন, দৈনিক মানবকন্ঠ ও ঠাকুরগাঁও বার্তার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক লােকায়নের স্টাফ রিপোর্টার নবীন হাসান। এ সময় ওই সাংবাদিক গাড়ির ছবি তুললে গাড়ির ম্যানেজার সোলেমানসহ ড্রইভার, সুপারভাইজার, হেলপার তাঁদের ঘিরে ফেলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। জানা যায় ওই গাড়িটি পঞ্চগড় থেকে ছেড়ে এসে গড়েয়া বাহাদুর বাজার যাচ্ছিল।

লাঞ্ছনার শিকার হওয়া ওই সাংবাদিক বলেন, ‘পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলাম, এ সময় দেখি নির্নয় নামে যাত্রীবাহী বাসটি অনেকক্ষণ ধরে রাস্তার উপড় দাড়িয়ে যাত্রী তুলছে। এ কারণে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। তাৎক্ষনিক ছবি তুলতে গেলে তারা আমাকে ঘিরে ফেলে এবং আমাকে লাঞ্ছিত করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগালি করে।দ্রুত ঘটনাস্থলে দুই জন ট্রাফিক পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে যেতে সহযোগিতা করে।

এ বিষয়ে সাংবাদিক নবীন হাসান ঘটনার পর ঠাকুরগাঁও-পুলিশ সুপার মনিরুজ্জামানকে মৌখিক অভিযোগ জানান।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সভাপতি ফিরোজ আমিন সরকার। তিনি বলেন,অবিলম্বে সাংবাদিক নবীন হাসানকে লাঞ্ছিতকারী দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়