শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৮:২৮ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছায় বিকল্পধারায় এসেছি : শমসের মবিন চৌধুরী

জুয়েল খান : বিএনপির চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, বদরুদ্দোজা চৌধুরীর আদর্শের সাথে, কথাবার্তার সাথে এবং ব্যক্তিগত চিন্তার সাথে আমার অনেকটাই মিল আছে। যার ফলে আমি ওনার দলের সাথে রাজনীতি করার জন্য আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম।

শমসের মবিন চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিলো দীর্ঘদিনের। অনেকদিন ধরে আশা করেছিলাম যে বিএনপি তার আগের সেই নাশকতার অবস্থান থেকে সরে আসবে। কিন্তু অবস্থান পরিবর্তন করেনি। তাই আমার এমন সিদ্ধান্ত।

তিনি বলেন, বিএনপির রাজনীতির সাথে আমার কিছুটা মতবিরোধ ছিলো। সবচেয়ে বড় কথা হলো আমি নাশকতার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি কখনো জ্বালাও-পোড়াও রাজনীতি পছন্দ করি না। তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম কখনো নাশকতার রাজনীতি দেখতে চায় না। আমি ভবিষ্যত প্রজন্মকে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দেওয়ার জন্য, নাশকতা মুক্ত, পরিচ্ছন্ন রাজনীতি করার জন্যই বিকল্প ধারার রাজনীতিতে যোগ দিয়েছি। কিন্তু একবার রাজনীতির সাথে যুক্ত হওয়ার পর যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে কেউ আর রাজনীতির থেকে বেশিদিন বাইরে থাকা যায় না ।

তিনি জানান, আমি বিএনপির রাজনীতি ছেড়ে বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলাম। কিন্তু এখন আমি বিকল্পধারার সাথে যুক্ত হলাম, এটা সম্পূর্ণই আমার নিজের ইচ্ছায়। এখানে সরকারের তরফ থেকে কোনো ধরনের চাপ নেই। বিকল্পধারার রাজনীতিতে যোগ দেয়া একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করবো কিনা এখনো সিদ্ধান্তগ্রহণ করিনি। সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তগ্রহণ করবো নির্বাচনে আসবো কিনা। সম্পাদনায় : শাশ্বত জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়