শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আওয়ামী লীগের পাল্টা সমাবেশ

অনলাইন ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ঠেকাতে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আজ শনিবার বিকেল ৩টায় নগরীর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) চত্বরে এই সমাবেশ করবেন বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা। চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন চলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক পত্রে এ সমাবেশ করার কথা জানিয়েছেন। যদিও এটিকে জাতীয় ঐক্যফন্টের সমাবেশের কোনো পাল্টা কোনো সমাবেশ বলে চিঠিতে উল্লেখ করেননি তিনি। তবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম সুজন এই সমাবেশকে পাল্টা সমাবেশ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট আজ বিকেল ৩টায় নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে সমাবেশ করবে।

এই সমাবেশের পাল্টা হিসেবে একই সময়ে নগরীর ইপিজেড চত্বরে গণসমাবেশ করবে আওয়ামী লীগ। জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশ করার অনুমতি পাওয়ার পর হঠাৎ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা পাল্টা সমাবেশ করলেও তা হবে শান্তিপূর্ণ। আমরা শুধু দেখাতে চাই জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ে আমাদের সমাবেশে লোক সমাগম বেশি হবে। আমরা তাদের বুঝাতে চাই- জনগণ তাদের সাথে নেই। জনগণ শেখ হাসিনার উন্নয়নের সাথে আছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, নগরীর কাজীর দেউড়িতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ছাড়াও নগরীর ইপিজেড চত্বরে আরো একটি সমাবেশ হবে। দুই সমাবেশে নিরাপত্তায় সিএমপি প্রস্তুত। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে সমাবশেস্থল ছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র : মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়