শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে ১০ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

ডেস্ক নিউজ : শুক্রবার রাতে পঞ্চগড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজাকে প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের দশমাইল এলাকায় যাত্রীবাহী বাস ও বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত এবং অন্তত ২০ আহত হন। নিহতরা জেলার তেঁতুলিয়া, বোদা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে আহত ও নিহতদের খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার করে মোট দুই লাখ টাকা প্রদান করা হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, পঞ্চগড়ে এটিই সবচেয়ে বড় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনার পর আমরা তাৎক্ষনিক নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়