শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ প্রধানমন্ত্রীকে ৭ দফার চিঠি দেবে ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ : ঘোষিত সাত দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। পরে যা নির্বাচন কমিশনকেও দেবে সরকারবিরোধী এ জোট। তফসিল ঘোষণার আগে যেকোনো একদিন তা দেওয়া হতে পারে। নিজেদের প্যাডে করে তারা এসব দাবি ও লক্ষ্যের কথা তুলে ধরবেন।

শনিবার (২৭ অক্টোবর) দুপুরের আগেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এবং ওবাদুল কাদেরর বাসায় চিঠি পৌঁছে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রামের পথে থাকা নাগরিক ঐক্যের এক নেতা।

তিনি জানান, ঐক্যফ্রন্টের দুই শীর্ষ নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছেন।

এ বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘চট্টগ্রামে আমাদের সমাবেশ দুইটায় শুরু হবে। বিমানযোগে সমাবেশে যাব। যাওয়ার আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে চিঠি দেওয়ার ব্যবস্থা করব।’

ওই চিঠির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন ঐক্যফ্রন্টের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়