শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৫:০৬ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিরক্ষী মিশনে নারীদের নিতে ব্যার্থতা স্বীকার গুতারেসের

আসিফুজ্জামান পৃথিল : বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস শান্তিরক্ষী মিশনে কম সংখ্যক নারী সদস্যের অন্তর্ভূক্তির বিষয়ে নিজেদের ব্যার্থতার কথা স্বীকার করে নিয়েছেন। পরিসংখ্যানের বরাত দিয়ে গুতারেস জানিয়েছেন ১৯৯০ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতিসংঘের সকল শান্তিরক্ষী মিশনে মাত্র ৮ শতাংশ নারী মধ্যস্থতাকারী ও মাত্র ৫ শতাংশ স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে গুতারেস জানান, যে কোন প্রকার সংঘাতে মিমাংসকারিদের মধ্যে নারী উপস্থিতি মাত্র ২ শতাংশ। যা লিঙ্গ বৈষম্যের প্রকৃষ্ঠ উদাহরন। তিনি আরো জানান জাতিসংঘ এবং বিশ^ব্যাংকের সাম্প্রতিক যৌথ গবেষণায় জানা গেছে লৈঙ্গিক সমতার সঙ্গে শান্তির ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তিনি সকল সদস্য রাষ্ট্রকে নারীর ক্ষমতায়নে বিনিয়োগ করা আহ্বান জানান। তিনি মনে করেন নারীর ক্ষমতায়নেই বিশে^ শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সামরিক বাহিনীর পোষাকে নারী সেনাদের সামান্য পরিমানে পাঠানো হলেও তাদের সে অর্থে অভিযানে অংশ নিতে দেওয়া হয় না। তাদের অধিকাংশই চিকিৎসা কর্মকর্তা এবং সেনা সহযোগী হিসেবে সংঘাতপূর্ন এলাকাগুলোতে যান। কিছু কিছু ক্ষত্রে তারা সর্বোচ্চ কার্গো হেলিকপ্টার চালানোর সুযোগ পান। তবে ৯০টি দেশের প্রতিনীধিদের সামনে দেওয়া ভাষণে গুতারেস প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে এ বিশয়গুলো পরিবর্তন করবে জাতিসংঘ। ওয়েব

  • সর্বশেষ
  • জনপ্রিয়