শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসনপ্রত্যাশী ঠেকাতে মেক্সিকো সীমান্তে সেনা পাঠাতে পারেন ট্রাম্প

সান্দ্রা নন্দিনী : মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকাতে ১ হাজারেরও বেশি সেনা পাঠাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। প্রসঙ্গত, এই মুহূর্তে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে বেশ নাজেহাল অবস্থায় রয়েছে ট্রাম্প সরকার।
এর আগে টুইটারে ট্রাম্প বলেন, ‘সীমান্তে সেনা আনা হচ্ছে কেননা, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আজ হুমকির মুখে পড়েছে। অভিবাসনপ্রত্যাশীদের অবশ্যই থামানো হবে!’

তবে, ট্রাম্পের হুমকির পরও বৃহস্পতিবার কয়েকহাজার অভিবাসনপ্রত্যাশী নিয়ে ক্যারাভান এসে মেক্সিকোর চিয়াপাস প্রদেশে পৌঁছায়। হন্ডুরাসের ক্যারাভ্যান সংগঠক ড্যানিস ওমর বলেন, ট্রাম্প যত যাই বলুক না কেন, কোনভাবেই জনস্রোত ঠেকাতে পারবেন না।’

অন্যদিকে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানায়, পেন্টাগনকে সীমান্তে যন্ত্রপাতি, যানবাহন বাধা দেওয়ার প্রযুক্তি, লজিস্টিক ও ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিবিধ সুবিধা দিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, আরও ৮শ’ থেকে ১ হাজার সেনাসদস্যকে পাঠানোর বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রসঙ্গত, সীমান্তে বর্তমানে প্রায় ২১শ’ সীমান্তরক্ষী মোতায়েন রয়েছে। এদিকে, বৃহস্পতিবার টুইটারে ট্রাম্প বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আর কাউকে ঢুকতে দেবো না। তাই নিজেদের দেশে ফিরে অন্যান্যদের মত যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার আবেদন করুন গিয়ে!’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়