শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের সংরক্ষিত আসনে সরাসরি ভোটের দাবি বহ্নিশিখা জামালীর

রফিক আহমেদ : শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী বলেছেন, জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের পরোক্ষ ভোটে নির্বাচিত না করে সরাসরি ভোটে নির্বাচিত করার দাবির কিছুই করছে না সরকার।

প্রধানমন্ত্রী নারী হয়েও নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের ব্যাপারে জাতীয় সংসদে জোরালো কোনো ভূমিকা রাখেননি। শুক্রবার তোপখানা রোডস্থ বিপ্লবী ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বলেন, নারীদের সরাসরি ভোটের বিষয়টি পুরুষতান্ত্রিক মানসিকতার উপর নির্ভর করছে। নারীদের মধ্যে যারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন তারাও পুরুষদের খপ্পর থেকে রেরিয়ে আসতে পারছেন না। জাতীয় সংসদের সংরক্ষিত ৪০ জন সাংসদও কিছুই বলছেন না। সরকারের নীতি নির্ধারককে এ দাবির ব্যাপারে বাধ্য করতে না পারলে নারীদের সরাসরি ভোটের নির্বাচনের দাবি কোনদিন আদায় হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ বিগত জাতীয় নির্বাচনের আগে অঙ্গীকার করেছে, তারা সরকার গঠন করলে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু সরকার গঠন করার পর তারা এ বিষয়টির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না।

আমরা বাম গণতান্ত্রিক জোট দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নারীদের জন্য ৫০ আসন দাবি করে আসছি, আমাদের সেই দাবিও সরকার মানছে না। নারীদের মনোনয়নের ব্যাপারে এখন সবচেয়ে প্রতিবন্ধকতা হচ্ছে অর্থনৈতিক কারণ। নারীর অনুকূলে জামানত বেঁধে দেয়া হলে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে।

সম্পাদনা- মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়