শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোনালাপ পাশে রেখেই মাঠের রাজনীতিতে ঐক্যফ্রন্ট

সাজিয়া আক্তার : জোট ভাঙা-গড়ার খেলা রাজনীতিতে নতুন সংযোজন, ফোনালাপ ফাঁস। যা পুরোটাই গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নামা ঐক্যফ্রন্ট নেতাদের। তবে এসব ফোনালাপ পাশে রেখেই মাঠের রাজনীতিতে ঐক্যফ্রন্ট। যার মূল রসদ বিএনপি। আর টার্গেট, আওয়ামী লীগ বিরোধী সব পক্ষকে এক করা। সূত্র : এটিএন নিউজ

বিএনপির এমন বাঘা বাঘা নেতারা এক মঞ্চে বসা, তার মধ্যমনি গণফোরামের ড. কামাল হোসেন, বাংলাদেশের রাজনীতিতে এমন ছবি খুব বিরল। এখন পর্যন্ত ঐক্যফ্রন্টের নামে নতুন জোটের সবচেয়ে ব্যতিক্রমি চমক এটি।

তবে দুদিন আগেই ফাঁস হওয়া ব্যারিস্টার মইনুলের কথোপকথন বলছে ভিন্ন কথা। ড. কামালের প্রতি ব্যারিস্টার মইনুলের এমন আস্থা সরে যেতে সময় লাগেনি ৩ মিনিটও।

বিএনপির এমন চেপে যাওয়া কী শুধুই দলের শীর্ষ দুই নেতার মুক্তি নিয়ে চাপে থাকা? নাকি ড. কামালেই আস্থা রাখতে চায় বিএনপি। তাহলে আওয়ামী লীগের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীই কী এখন বিএনপির ত্রাতা?

আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, আপনারা যদি মনে করেন ড. কামাল হোসেন বিএনপির লিড নিয়েছে, তাহলে এটা পুরোপুরি ভুল ধারনা। বিএনপি সামনে একজনকে দাঁড় করিয়েছে। উনার ঘোষণাকৃত অবস্থা ছিল শেখ হাসিনাকে ক্ষমতা চ্যুত করার কোনো প্রক্রিয়ার সাথে উনি থাকবে না। উনি সর্মথন দিয়ে বুঝাচ্ছেন না আমি যাচ্ছি, কিন্তু উনি বলছেন ঠিকেই। তার জন্যই আমি মনে করি উনার বাজার মূল্য যাচাই করা দরকার। এটা অন্যায় কিছু না।

এদিকে তারেক জিয়াকে সরানোর বিষয়ে নিরব থাকলেও, মইনুল ইস্যুতে অবশ্য নিজের সমর্থন ঠিকেই জানিয়েছেন, গণফোরাম নেতা। অন্যদিকে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক আরেক নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী সমর্থন জানিয়েছেন ড. কামালের প্রতি।

এদিকে রাজনীতিতে দলের অবস্থান মাঠে আরো মজবুত করতে ১/১১ সংস্কার পন্ধিদেরকে আবারও দলে ভেড়ানোর পরিকল্পনা বিএনপির।

তাইতো বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাশীল আওয়ামী লীগের বিপরীতে সব এনটি আওয়ামী লীগের মত ও সেন্টিমেন্টকে এক করছে বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়