শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:৪১ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কায় দ্বিতীয় টেস্টে হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় দিয়ে লঙ্কা সফর শুরু করেছিল টাইগার যুবারা। কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখলো তৌহিদ হৃদয়রা। সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কাটুনায়াকে চারদিনের দ্বিতীয় যুব টেস্টে শ্রীলঙ্কা আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৬ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ১০৯ রানে গুটিয়ে যায়। ১১৭ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ২৩৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৫১। রানপাহাড়ের পথে ছুটতে গিয়ে বাংলাদেশ থেমে যায় ২৭৬ রানে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আকবর আলী একাই মূলত লড়াই করেছেন। ১১২ বলে ৯০ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর মৃত্যুঞ্জয় চৌধুরী (২৩) এবং মাহমুদুল হাসান জয় (২৬) চেষ্টা করেও পেরে ওঠেননি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে গুটিয়ে দিতে প্রধান ভূমিকা স্বাগতিক দলের রোহান সিলভার। একাই ফিরিয়েছেন পাঁচজনকে। ৩ উইকেট নিয়েছেন সানদুন।

বাংলাদেশের পেসার শাহিন আলম প্রথম ইনিংসে ৫ উইকেট পান। দ্বিতীয় ইনিংসে নেন ১ উইকেট। এই ইনিংসে রাকিবুল হাসান ৭ উইকেট নেন। প্রথম ইনিংসে পেয়েছিলেন ১ উইকেট।

লঙ্কা সফরে আগামী ৩০ অক্টোবর একদিনের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগার যুবারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়