শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্কের নাম পুলিশ চেকপোস্ট!

অনলাইন ডেস্ক : চেকপোস্টে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছেই সবচেয়ে অনিরাপদ রাজধানীবাসী। গুলশান, বনানীসহ অভিজাত এলাকার চেকপোস্টে সবচেয়ে বেশি অপ্রীতিকর অবস্থার শিকার হন নগরবাসী।

আইন ও সালিশ কেন্দ্রের দাবি, প্রশাসনের উচ্চ পর্যায়ে দায়িত্বরতদের নিবিড় পর্যবেক্ষণ না থাকায় সাধারণ মানুষকে হয়রানি করছে পুলিশ।

আর ডিএমপি বলছে, নিরাপত্তার স্বার্থেই চেকপোস্ট বসানো হয়েছে তবে হয়রানির অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেন তাঁরা।

গুলশান, বনানীর মতো অভিজাত এলাকা, ব্যস্ততম সড়ক বা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ মানুষের কাছে চেকপোস্ট এক আতঙ্কের নাম। নিরাপত্তা তল্লাশির নামে পুলিশের বাদানুবাদ, অশালীন মন্তব্য এমনকি শারীরিকভাবে হয়রানির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিকার পাওয়া যায় না বলে অভিযোগ সাধারণ মানুষের।

ভুক্তভোগী একজন বলেন, ‘মানিব্যাগ চেক করার পর সেখানে টাকা ছিল। একজন কনস্টেবল আমাকে বললো, ৫০০ টাকা দিয়ে যান।’

আরেকজন বলেন, ‘পরিচয় বলার পরও এমনভাবে চেক করে যেন চোরদেরও এমনভাবে করে না।’

শেষ ভরসা সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিকারের আশায় সেখানে উঠে আসে সাধারণের প্রতিবাদ।

মানবাধিকার কর্মীরা বলছেন, অতীতে পুলিশি হয়রানির একাধিক ঘটনার বিচার না হওয়ার কারণেই এ ধরনের আচরণ উৎসাহিত হয়েছে আর ডিএমপির দাবি অভিযোগ পাওয়া মাত্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকে প্রশাসন।

আইন ও শালিস কেন্দ্র শীপা হাফিজা বলেন, ‘তরুণ প্রজন্ম রাস্তায় নামতেই ভয় পাছে, কখন যেন কি নাম দিয়ে পুলিশ ওদের হ্যারাস করে। মানুষকে প্রতিনিয়ত হ্যারাস করে, কাপড় ও শরীরে হাত দেয়া এটা তো মানবাধিকার লঙ্ঘন করছে পুলিশ।’

ডিএমপি উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘কারো কোনো যদি অভিযোগ থাকে, তাহলে উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি।’

তবে গত সোমবার মধ্যরাতে তল্লাশির নামে অটোরিকশায় থাকা এক নারী আরোহীকে হেনস্থা করার ঘটনায় পরদিনই সাময়িক বরখাস্ত হন অভিযুক্ত পাঁচ পুলিশ, যা ইতিবাচক বলছেন সাধারণ মানুষ। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়