Skip to main content

খাসোগজি হত্যাকাণ্ড বিষয়ে ট্রাম্পকে সিআইএ প্রধানের প্রতিবেদন

সান্দ্রা নন্দিনী : তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগজি হত্যাকা- তদন্তে তুরস্ক সফর শেষে দেশে ফিরে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান জিনা হ্যাসপেল। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পকে তদন্ত প্রতিবেদন পেশ করেন তিনি। সেখানে ট্রাম্প ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রবার্ট পালাডিনো জানান, ‘জিনা হ্যাসপেল তার তুরস্ক সফরে খাসোগজি হত্যায় প্রাপ্ত তথ্য-প্রমাণের বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেছেন। তবে, যুক্তরাষ্ট্র আরও বেশি তথ্য সৌদি আরবের কাছ থেকে পাওয়ার আশা করছে।’ তিনি বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এর শেষ দেখতে চাই। যত দেরি হবে রহস্য আরও ঘণীভূত হবে।’ অবশ্য এর বেশিকিছু জানাতে অস্বীকৃতি জানান পালাডিনো। এদিকে, তুরস্ক গণমাধ্যম জানিয়েছে, সৌদি কনস্যুলেট ও এর আশেপাশের এলাকা থেকে সংগৃহীত সকল অডিও-ভিডিও রেকর্ড এবং বিভিন্ন স্থানের স্থিরচিত্রসহ যাবতীয় তথ্য-প্রমাণ সিআইএ প্রধানকে দিয়েছে তুর্কি গোয়েন্দা বিভাগ। এএফপি

অন্যান্য সংবাদ