শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদো বড় খেলোয়াড়, কিন্তু রিয়াল আরও বড় ক্লাব

সারাবাংলা: এখনও কথা থামেনি রিয়াল আর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। স্প্যানিশ ক্লাবটি থেকে এই মৌসুমে ইতালির ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। পর্তুগিজ এই তারকার অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াল। লা লিগায় ভালো অবস্থানে নেই। রোনালদোকে নিয়ে কথা বলেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।
লিগের ম্যাচে এবার রিয়ালের সামনে বার্সা। এল ক্লাসিকোতে থাকবেন না রোনালদো, বার্সার নেই মেসি। ইনজুরিতে মেসি ছিটকে পড়েছেন। রিয়াল তারকা মার্সেলো স্প্যানিশ সংবাদ মাধ্যমে জানান, আমরা আবারো অনুশীলনে ফিরেছি। দলে রোনালদো নেই। এল ক্লাসিকোর আগে এটা আমাদের অবাক করার মতো বিষয় মনে হয়। কিন্তু, এটাও ঠিক রোনালদো ক্লাবের থেকে বড় না। রোনালদো বড় খেলোয়াড় কিন্তু রিয়াল আরও বড় ক্লাব।
মার্সেলো আরও জানান, রোনালদো আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। ক্লাবের ইতিহাসে সে অনেক ট্রফি জিতিয়েছে। সে চলে যাওয়ায় রিয়াল কিন্তু একেবারেই বসে পড়েনি। কারণ রিয়াল থামতে জানে না। খেলোয়াড়রা ক্লাব পরিবর্তন করে, খেলা থামিয়ে দেয় কিংবা অবসর নেয়। কিন্তু রিয়ালের মতো বড় ক্লাব এর কোনোটাই করে না।

এল ক্লাসিকো নিয়ে মার্সেলো জানান, লা লিগায় আমরা বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে যাবো। এটা দারুণ একটা ব্যাপার হয়ে থাকে, যখন স্টেডিয়ামের পুরো দর্শক আমরা বিপক্ষে থাকে। এটা আপনাকে বাড়তি সতর্কতা দেয়, অনুপ্রেরণা দেয়। এটা সে রকম ম্যাচ যেখানে আপনি ছোটো ছোটো ভুল করলেও খেশারত দিতে হবে। আমরা ম্যাচের দিকে নজর রাখবো। বার্সার খেলোয়াড়দের ভালো করেই জানি, তারা মোটেও সহজ ভাবে আমাদের ছেড়ে দেবে না। তাদের আক্রমণভাগ দুর্দান্ত। আমি যখন রিয়ালে আসি তখন স্বপ্ন ছিল এল ক্লাসিকোর ম্যাচ খেলবো এবং জিতবো। আমি অনেকবার এল ক্লাসিকো খেলেছি আর এটা আমার কাছে দারুণ লাগে প্রতিবারই বার্সার বিপক্ষে খেলতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়