শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বছরে গুগলে যৌন হেনস্তার ঘটনায় ৪৮ জন চাকরিচ্যুত

শোভন দত্ত : টেক শহর সিলিকন ভ্যালিতে নারীর প্রতি অসদাচরণ ও যৌন নিপীড়ন বাড়ছে। এ সংক্রান্ত অভিযোগের কারণে গুগল ২০১৬ সাল থেকে ৪৮ জনকে বরখাস্ত করে। এরমধ্যে ১৩ জন কোম্পানিটির সিনিয়র ম্যানেজার পদে দায়িত্বরত ছিলেন। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।

সম্প্রতি অভিযোগ উঠেছে, সাবেক গুগল কর্মকর্তা ও অ্যানড্রয়েড নির্মাতা এন্ডি রুবিনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ থাকার পরও গুগল ২০১৪ সালে তাকে ‘বীরের মতো’ সম্মান দিয়ে বিদায় জানিয়েছিলো।

রুবিন ২০১৩ সালে হোটেল কক্ষে এক নারীকে যৌন হেনস্তা করেন। ওই নারীর অভিযোগের পর বিষয়টির সত্যতা মিলে। তাই গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ রুবিনকে পদত্যাগ করতে বলেন। তবে গুগলের পক্ষ থেকে তা কখনোই স্বীকার করা হয়নি বলে, দ্য নিউইয়র্ক টাইমসের সংবাদে দাবি করা হচ্ছে।

গুগল থেকে চলে গিয়ে রুবিন ২০১৪ সালে নিজের কোম্পানি ‘প্লে-গ্রাউন্ড’ প্রতিষ্ঠা করেন। গুগলের সাথে তার ৯০ মিলিয়ন ডলারে সমঝোতা হয়। তবে যৌন নিপীড়নের ঘটনায় চাকরি যাবার কথা অস্বীকার করেন রুবিন।

প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায়, গুগলের কর্মীদের চিঠি দিয়ে সাবধান করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। এ ধরনের অসদাচরণের জন্য গুগল যেকোন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলে তিনি হুঁশিয়ারি জানান।
সুন্দর পিচাই বলেন, নিউইয়র্ক টাইমসের ঐ প্রতিবেদনটি বুঝতে আমাদের কষ্ট হচ্ছে। গুগল তার কর্মীদের নিরাপদ কর্মক্ষেত্রের নিশ্চয়তা দিতে বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন, যৌন হেনস্তা বিষয়ক প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হয়। আমরা তদন্ত করি ও ব্যবস্থা গ্রহণ করি। গত দুবছর ‘অর্থ প্রণোদনা’ নিয়ে কেউ গুগল থেকে বেরিয়ে যাননি বলেও পিচাই জানান। সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়