শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

নুরনবী সরকার,লালমনিরহাট : লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ফজলুর রহমান(৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক ফজলুর রহমান সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ তেলিটারী গ্রামের মৃত দানেস আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফজলুর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ প্রতিবেশী ইছান উদ্দিনের ছেলে আব্দুর রহমানের। এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠক হলেও মানতে নারাজ আব্দুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপন করছিলেন কৃষক ফজলুর রহমান। এ সময় দলবল নিয়ে অতর্কিতভাবে ফজলুরের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় আব্দুর রহমান ও তার শ্বশুরালয়ের লোকজন। কৃষক ফজলুরকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন তার স্ত্রী আহেরন বেগম (৩৬) ও ছেলে তাইজুল ইসলাম(১২)।

স্থানীয়রা তাদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কৃষক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মা ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে স্থানীয়দের খবরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনকভাবে আব্দুর রহমানের চাচা শ্বশুর আবুল কাসেমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সন্দেহজনকভাবে একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। বাকী আসামিদেরও আটক করার চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়