শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে বমু বিলছড়িতে নারী সমাবেশ

মো. নুরুল করিম আরমান, লামা : বান্দরবানের লামা উপজেলার সীমান্তবর্তী বমু বিলছড়ি ইউনিয়নে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপ্সার সহযোগিতায় শেড কর্তৃক উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলার সামাজিক জনগণের সম্পৃক্ততায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ (সিভিক) প্রকল্পের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্যানেল চেয়ারম্যান মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পরিষদ সদস্য মো. কফিল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, নারী উন্নয়ন কর্মী কুলসুমা বেগম, প্রকল্প ব্যবস্থাপক শওকত ওসমান, ফিল্ড ফ্যাসিলেটর হুমায়ুন কবীর, যুব ফোরম সদস্য উম্মে হাবিবা, ফিংকি, জোবাইরা বেগম অতিথি ছিলেন।

অনুষ্ঠানে পারিবারিক পর্যায়ে যুব ও কিশোর-কিশোরীদের সচেতনতা, উগ্রবাদ ও সহিংসতার মত কর্মকান্ড থেকে ফিরিয়ে আনার বিষয়ে সচেতনতামূলক বিস্তারিত ধারণা দেয়া হয়। পারিবারিকভাবে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে নারীদের ভূমিকা অপরিসীম বলে বক্তারা মন্তব্য করেন।

সমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে শতাধিক নারী অংশগ্রহণ করেন। প্রকল্পের ব্যবস্থাপক শওকত ওসমান বলেন, জনগণকে উগ্রবাদ ও সহিংসতার মত কর্মকান্ড থেকে সরিয়ে আনতে কাজ করছে বেসরকারি সংস্থা ‘সিভিক’। এ জন্য ইতিমধ্যে ইউনিয়নের নয় ওয়ার্ডে ৯টি যুব ফোরামও গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়