শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

ফরহাদ আমিন,টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।এ সময় অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী হচ্ছেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারি এলাকার কালা মিয়া প্রকাশ কালুর ছেলে হামিদুল ইসলাম প্রকাশ ওরফে বার্মাইয়া লালু (৩৫)।

জানা যায়, শুক্রবার (২৬অক্টোবর) ভোরে হ্নীলা ইউনিয়নের বিজিবি দমদমিয়া চেকপোষ্ট এলাকা সংলগ্ন নাফনদীর পাড়ে ইয়াবা ভাগবাটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে, পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ, ২টি দেশি তৈরি অস্ত্র, ১০রাউন্ড কার্তুজ ও ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত লালু নামে এক ইয়াবা কারবারির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র,কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত লালু হ্নীলার তালিকাভুক্ত ডাকাত হামিদের সহযোগী ও মাদক ব্যবসায়ী বিরুদ্ধে থানায় মাদক, মানবপাচার ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায়। লাশটি পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়