শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এইম সেকেন্ড সেমিনার অন হাইয়ার অ্যাডুকেশন’ শীর্ষক সেমিনারের করতে যাচ্ছে এইম

আরিফুর রহমান তুহিন: চলো স্বপ্ন দেখি, আলোকিত হই’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ‘এইম সেকেন্ড সেমিনার অন হাইয়ার অ্যাডুকেশন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন অ্যচিভমেন্ট এন্ড ইনস্পাইরেশন থ্রু মেন্টরশিপ (এইম)। কক্সবাজার সংস্কৃতিক কেন্দ্রে আগামী ২৭ অক্টোবর (শনিবার) সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে  সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিটের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুস সাকিব বলেন ‘এইম সংগঠনটি কোনো কোচিং সেন্টার হিসেবে নয়, কক্সবাজার জেলা থেকে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং জেলার উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সেতুর মেলবন্ধন হিসেবে কাজ করবে। তাছাড়া শিক্ষার্থীদের নিজ নিজ স্বপ্নের পথ চিনতে এবং উচ্চ শিক্ষা অর্জনের পথগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে সহায়ক ভূমিকা পালন করবে আমাদের এই প্লাটফরম।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়,  দ্বিতীয়বারের মতো আয়োজিত তিন ঘণ্টা ব্যাপী এই সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার সরকারি কলেজ ও সরকারি কলেজের অধ্যক্ষ জনাব এ.কে.এম.ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার কৃতি সন্তান, বিশিষ্ট বিতার্কিক, বিতর্ক সংগঠক, ইউরোপিয়ান ল কলেজ এর ডিরেক্টর ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা বাবু প্রশান্ত ভূষণ বড়ুয়া। মোটিভেশনাল ও অনুপ্রেরণামূলক আলোচনা করবেন- ও বিসিএস ক্যাডারবৃন্দ। অ্যাকাডেমিক ও দিক নির্দেশনামূলক আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও বুয়েট এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন ‘এইম’। গত বছর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং জেলা প্রশাসক এর উপস্থিতিতে ‘এইম’র প্রথম উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়েছিলো। এ বছর ও আরো সুন্দর, সফল এবং ধারাবাহিকভাবে সম্পন্ন হবে বলে অভিমত প্রকাশ করেন এইমের প্রতিষ্ঠাকালীন সদস্যরা।

নাজমুস সাকিব ছাড়াও ‘এইম’র প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আরো আছেন- ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী রুকুনুজ্জমান সাঈদ, বুয়েটের কেমি কৌশল বিভাগের স্বদেশ কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের এরফান উল্লাহ, সমাজ কল্যাণ ও ইনস্টিটিউটের আরিফ উল্লাহ ফাহিম, ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরাজি ভাষা বিভাগের শিক্ষার্থী আশেক রায়হান।

বর্তমানে সদস্য হিসেবে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মাদ উল্লাহ রিয়াদ, দর্শন বিভাগের রাফি বিন ইউনুস, ম্যানেজমেন্ট ‍বিভাগের সালাহ উদ্দিন, উসমান সরওয়ার, ফার্সি বিভাগের মুনতাসির মমতাজ, ইংরেজি বিভাগের এরশাদ, আরবি বিভাগের শফিউল্লাহ কাউছার ও ফকরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স বিভাগের সায়েদ আবরার জাওয়াদ, এম আই এস এর শহিদুল ইসলাম বিশাল, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের হুরাইরা রাব্বি, দিব্ব চক্রবর্তী, কমিনিকেশন ডিসওর্ডার বিভাগের আবু ওমর ফয়সাল মিজবাহ, মার্কেটিং বিভাগের মসুদুল হাসান মিনার, আইন বিভাগের আবদুল্লাহ আল আহাদ রাফি, রাসেল, সাকিব বিন সোয়াইব, সমাজকল্যাণ বিভাগের আরফাতুল ইসলাম আরফাত, ফিনান্স বিভাগের আশরাফ উদ্দিন, ইসলাম ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের শাহ নেওয়াজ, ইতিহাস বিভাগের হাসান শরীফ ও কলিমুল্লাহ, অপরাধ বিজ্ঞান বিভাগের তোহা মোহাম্মদ নাইমুল ইসলাম, অর্থনীতি বিভাগের ইমরান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ওবাইদ বিন হক। ঢাকা মেডিকেল কলেজের রাকিব রওনক ও তাসনিমুল আবেদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়