Skip to main content

এবার রবার্ট ডি নিরোর রেস্তোরাঁয় বোমা!

আসিফুজ্জামান পৃথিল : এ সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে পাইপ বোমা পাবার ঘটনার জেরে এবার প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরোর নিউইয়র্কের অফিসে সন্দেহজনক প্যাকেট পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।সিএনএন এবং এনবিসি জানিয়েছে, ডেমোক্রেট নেতাদের কাছে পাঠানো প্যাকেটের সাথে এ প্যাকেট সাদৃশ্যপূর্ণ। পুলিশ জানিয়েছে এ প্যাকেকটি এ লোয়ার ম্যানহাটনের একটি ভবনে পাঠানো হয়। এ ভবনটিতে এ বর্র্ষিয়ান অভিনেতার মালিকানাধীন একটি রেস্টুরেন্ট আর একটি অফিস রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার যারা বোমাগুলো পেয়েছেন তাদের প্রত্যেকেই ট্রাম্প বিরোধী বা ট্রাম্পের সমালোচক বলে পরিচিত। ডি নিরো গত জুন মাসে নিউইয়র্কে টনি অ্যাওয়ার্ডস এর অনুষ্ঠানে ট্রাম্পকে লক্ষ্য করে দেওয়া আক্রমণাত্মক ভাষণের ফলে ‘স্ট্যান্ডিং অভিয়েশন’ পান। এ নিয়ে কমপক্ষে ৯টি স্থানে এরকম প্যাকেট পাঠানো হলো। বোমাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী ও প্রগতিশীল সমাজসেবক জর্জ সোরস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন, যিনি সর্বশেষ নির্বাচনে ট্রাম্পকে মোকাবেলা করেছিলেন। ট্রাম্পের সমালোচক বলে পরিচিত টেলিভিশন সিএনএনও এরকম একটি প্যঅকেট পেয়েছে। এছাড়াও গোয়ান্দেরা সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সিআইএ প্রধান জন ব্রেনান এবং ডেমোক্রেট কংগ্রেসম্যান ম্যাক্সিন ওয়াটারসকে পাঠানো দুটি সন্দেহভাজন প্যাকেট উদ্ধার করেছেন। এদিকে বোমা উদ্ধারের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজে হিংসা ছড়ানোর জন্য মূলধারার গণমাধ্যমকে দায়ী করেছেন! নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, ‘আমরা আমাদের সমাজে যে হিংসা বাড়তে দেখছি এর পেছনে প্রধানত দায়ী মূল ধারার গণমাধ্যমের ভুঁয়া সংবাদ পরিবেশন। এই ধরনের কাজ বলার বাইরে ক্ষতিকর।’ একই সাথে তিনি গণমাধ্যমকর্মীদের জনগনের শত্রু বলে অভিহিত করেছেন। সিএনএন

অন্যান্য সংবাদ