শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য কেলেঙ্কারিতে ফেসবুককে আরোও ৫ লাখ পাউন্ড জরিমানা

আসিফুজ্জামান পৃথিল : কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য চুরির মামলায় ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা সম্পর্কিত এক সংস্থা। দেশটির ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও) জানিয়েছে, এ কেলেঙ্কারী আইনত বড় অপরাধ।

এই জরিমানা যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় সর্বোচ্চ সাজা। আইসিও’র অভিযোগ, ব্যবহারকারিদের অজ্ঞাতে ফেসবুক তাদের তথ্য কেমব্রিজ অ্যানালিটিকাকে চুরি করার সুযোগ দিয়েছে। গত জুলাইতেই সংস্থাটি জানায় তারা ফেসবুককে সর্বেঅচ্চ রজরিমানাই করবে। জরিমানার বিষয় নিশ্চিত করে এক বিবৃতিতে তারা বলেছে, ‘২০০৭ থেকে ১৪ সালের মধ্যবর্তী সময়ে, অ্যাপলিকেশন ডেভলপারদের তথ্যে প্রবেশের অবাধ সুযোগ দিয়ে ফেসবুক অন্যায় করেছে। এমনকি যারা এই অ্যঅপগুলো ডাউনলোড করেননি, তাদের বন্ধুরা ডাউনলোড করায় তাদের তথ্য চুরি হয়েছে।’

সংস্থাটি আরো বলেছে, ‘ফেসবুক তার ব্যবহারকারীদের তথ্যেল সুরক্ষা দিতে পুরোপুরি ব্যার্থ হয়েছে। তাদের অনুমোদনকৃত অ্যাপগুলো তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কি করছে তা নজরে রাখা তাদের দায়িত্ব থাকে।’ ফেসবুক জানিয়েছে তারা আইসিও’র সিদ্ধান্তকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একটি বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘আমরা আইওসির কিছু বক্তব্যে সম্মান রেখেই তাতে দ্বিমত পোষণ করছি। আমরা পূর্বেও বলেছি ২০১৫ সালে আমরা ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেছি।’ বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়