Skip to main content

খাসোগজি হত্যাকাণ্ড ছিলো পূর্বপরিকল্পিত : সৌদি অ্যাটর্নি জেনারেল

নূর মাজিদ : গত ২ অক্টোবর ইস্তাম্বুলস্থ সৌদি কূটনৈতিক মিশনে ভিন্নমতালম্বী সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিলো বলে জানিয়েছেন সৌদি অ্যাটর্নি জেনারেল। গতকাল বৃহ¯পতিবার দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ বিন আবদুল্লাহ আল মোজাবের এমন বক্তব্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ। গত বুধবার রাজধানী রিয়াদের বিনিয়োগ সম্মেলনে খাসোগজির হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে, সৌদি যুবরাজের এমন বক্তব্যের পরই দেশটির অ্যাটর্নি জেনারেল এমন কথা বলেছেন। অ্যাটর্নি জেনারেল আল মোজাব বলেন, সৌদি আরবের নিজস্ব তদন্ত কমিশন সৌদি-তুর্কি যৌথ তদন্ত কমিশনের কাছ থেকে যেসকল তথ্য পেয়েছে তাতে সন্দেহাতীতভাবে বলা যায়, এই হত্যাকাণ্ডে জড়িতরা আগে থেকেই খাসোগজিকে হত্যার পরিকল্পনা করেছিলো। এই বিষয়ে তুরস্কের প্রদত্ত সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে সৌদি আরবের নিজস্ব তদন্ত পূর্ণ-উদ্যমে চলছে বলেই তিনি জানান। এ সময় তিনি বলেন, আমরা আশা প্রকাশ করছি যে ঈশ্বর চাইলে আমরা অপরাধীদের ন্যায়বিচারের সম্মুখীন করতে সক্ষম হব। এদিকে খাসোগজি হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে তুলে ধরবেন সিআইএ মহাপরিচালক জিনা হ্যাস্পেল- এমন খবর প্রকাশের পরই সৌদি যুবরাজ ও অ্যাটর্নি জেনারেল তাদের সাম্প্রতিক বক্তব্য দিলেন। গত সোমবার হ্যাস্পেল তুরস্ক সফর করেন এবং তুর্কি গোয়েন্দারা যে সকল তথ্যপ্রমাণ পেয়েছেন তা প্রত্যক্ষ করেন। তুর্কি গোয়েন্দারা জানিয়েছে, সেসময় তারা হ্যাস্পেলের কাছে হত্যাকাণ্ডের অডিও-ভিডিও রেকর্ডিং সংক্রান্ত তথ্য-প্রমাণ তুলে ধরেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে সিআইএ মহাপরিচালক খাসোগজি হত্যার পূর্ণাঙ্গ অডিও রেকর্ডিং শুনেছেন। এছাড়াও এই বিষয়ে বিস্তারিত জানতে তিনি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ৭ ঘণ্টা বৈঠক করেন। সিএনএন

অন্যান্য সংবাদ