শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ অতিরিক্ত সচিবসহ ১১ যুগ্ন-সচিবের দপ্তর বদল

আনিসুর রহমান তপন : অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদকে একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
তাছাড়া একই দিন পাঁচ অতিরিক্ত সচিবসহ ১১ যুগ্নসচিব পদমর্যাদার কর্মকর্তার দপ্তর বদল করেছে সরকার।

আদেশে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. শওকত আলী (অতিরিক্ত সচিব), বিএসটিআই এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সরদার আবুল কালাম, বিজেএমসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদুল হাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হককে পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্নসচিব মো. সুজায়েত উল্লাহকে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, জীবন বীমা করপোরেশনের জিএম (যুগ্নসচিব) অমল কৃষ্ণ মন্ডলকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প-১ম পর্যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রকল্প পরিচালক ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্তি কর্মকর্তা শাহ রেজওয়ান হায়াতকে একই মন্ত্রণালয়ের অধীন শরনার্থী বিষয়ক সেলের প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্নসচিব) নিতাই পদ দাস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) ড. কাইয়ুম আরা বেগম, বাংলাদেশ মেরিন একাডেমি কন্সট্রাকশন প্রজেক্টের (মুক্তিযোদ্ধা কর্মকর্তা) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব মো. আব্দুস সাত্তার) ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুল মতিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম শাহনূন নেছাকে একই বিভাগে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত ওএসডি কর্মকর্তা মো. ফজলুল করিমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্নসচিব, বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার মো. নূরুল আলমকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব ও জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আহসান কবিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়