শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৩:০৭ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে করদাতার সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার

তরিকুল ইসলাম সুমন : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বর্তমানে দেশে করদাতার সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজারের কিছু বেশি। করদাতা বৃদ্ধির লক্ষ্যে জরীপ কার্যক্রম পরিচালনা, টিআইএন ইস্যুর উদ্যোগ চালু রয়েছে ও কর আদায়ের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নুরুল ইসলাম ওমরের লিখিত প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান।
তিনি বলেন, এর মধ্যে রয়েছে- তালিকাভূক্ত করদাতাদের সঙ্গে টেলিফোনিক/ব্যক্তিগত যোগাযোগ করা, হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে বকেয়া আয়কর আহরণের ব্যবস্থা, রিটার্ণ দাখিলে ব্যর্থ করদাতাদের জরিমানা আরোপ, বৃহৎ করদাতাদের তালিকা প্রস্তুত করা, বকেয়া দাবী আদায়ে সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে ২০৪১ সালের মধ্যে দেশের জনগণকে উন্নত, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ উপহার দেয়া। সরকারের প্রত্যাশা ও বিশ্বাস, দেশের জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও বজায় থাকবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ।

তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে গৃহীত লক্ষ্য বাস্তবায়নের জন্য সুদূরপ্রসারী প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে দেশের অমূল্য পানি-সম্পদের ওপর বিশেষ গুরুত্বারোপসহ সকল খাতের সমন্বয়ে প্রণয়ন করা হয়েছে সমন্বিত দীর্ঘমেয়াদী বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা, যা ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। যার ফলে জনগণের মাথাপিছু আয় ২০০৬ সালের ৫৪৩ মার্কিন ডলার থেকে উন্নীত হয়ে ২০১৮ সালে ১ হাজার ৭৫১ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়